১৭ নভেম্বরেই রায়, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

হোম পেজ » লিড নিউজ » ১৭ নভেম্বরেই রায়, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী
শনিবার ● ১৫ নভেম্বর ২০২৫


 

শিরোনাম: ১৭ নভেম্বরেই রায়, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় ১৭ নভেম্বরই ঘোষণা হবে। আদালত আগে থেকেই এ বিষয়ে জানিয়ে দিয়েছে। রায়কে কেন্দ্র করে যেন কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়- এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

শনিবার দুপুরে সরকারি সফরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে, রোজার আগে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করবে। এ উপলক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। রাজনৈতিক দলগুলোও নির্বাচনমুখী এবং প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে। নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং পরে ৩ দিন বিশেষ অভিযান চলবে।

নির্বাচনে দায়িত্বে থাকবেন- ১ লাখ সেনা সদস্য, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‌্যাব এবং সাড়ে ৫ লাখ আনসার সদস্য।

এর আগে তিনি পটুয়াখালীর কোস্টগার্ড বেইজ অগ্রযাত্রা ও জেলা পুলিশ লাইনস পরিদর্শন করেন। পরে তিনি কুয়াকাটার উদ্দেশে পটুয়াখালী ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৭:১৩:২৫ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ