গৌরনদীতে নারী হত্যা: ডাকাতির ঘটনাই প্রাথমিক ধারণা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে নারী হত্যা: ডাকাতির ঘটনাই প্রাথমিক ধারণা
রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫


 

গৌরনদীতে নারী হত্যার ঘটনায় স্বজনদের বাড়ির উঠানে আহাজারি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার চর রমজানপুর গ্রামের পিঙ্গুলাকাঠি এলাকায় এক নারীকে হত্যার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শবিতা মন্ডলের (৬০) প্রবাসী পুত্র দীর্ঘদিন পর গ্রিস থেকে দেশে আসেন। শনিবার সকালে তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে রাতে শবিতা মন্ডল ঘরে একা ছিলেন। ধারণা করা হচ্ছে, এ সুযোগে দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে। ডাকাতির সময় মালামাল লুটে নিতে বাধা দিলে তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের প্রাথমিক ধারণা। ওই গ্রামের সুধাংশু মন্ডলের স্ত্রী শবিতা মন্ডলের লাশ আজ সকালে পরিবারের লোকজন দেখে পুলিশে খবর দেয়।

গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে পুলিশ বলছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি- এটি ডাকাতির ঘটনা, নাকি অন্য কোনো কারণে হত্যাকাণ্ড- এটি নিশ্চিত হতে তদন্ত শেষ করার অপেক্ষা করতে হবে।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। এছাড়া মামলা দায়েরের প্রক্রিয়াও অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৫:১৯:১৬ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ