কলাপাড়ায় ঝাড়ফুঁকের পানিতে অচেতন পরিবার: হাসপাতালে ভর্তি ৫ জন

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ঝাড়ফুঁকের পানিতে অচেতন পরিবার: হাসপাতালে ভর্তি ৫ জন
সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় ঝাড়ফুঁকের পানিতে অচেতন পরিবার: হাসপাতালে ভর্তি ৫ জন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ায় ঝাড়ফুঁকের কথা বলে পড়া পানি খাওয়ানোর পর একই পরিবারের পাঁচজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। রবিবার রাতে মধ্য টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে রাতেই কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন ভুক্তভোগী হাবিব গাজী জানান, তার স্ত্রীর মানসিক সমস্যার চিকিৎসার কথা বলে রবিবার সন্ধ্যায় তাদের বাড়িতে আসেন কথিত ফকির এমদাদুল ইসলাম। পরে তিনি পরিবারের সদস্যদের পানির গ্লাস দেন। তা পান করার কিছুক্ষণ পর সবাই জ্ঞান হারিয়ে ফেলেন। বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশী ও স্বজনরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এরা হলেন- হাবিব গাজী (৪০), তার স্ত্রী ঝর্ণা (৩৫), মেয়ে হাবিবা জান্নাত (১৮), আশা ইতি (৭) ও সুমাইয়া (৯)।

ঘটনার পর সন্দেহভাজন এমদাদুল ইসলাম (৫০)কে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।

এ বিষয়ে কলাপাড়া থানার এসআই মোফাজ্জল হোসেন বলেন, আটক ব্যক্তিকে থানায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি পেশাদার মলমপার্টির সদস্য।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৩২ ● ১৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ