দুমকিতে খাসজমির দোকান দখলের অভিযোগ

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে খাসজমির দোকান দখলের অভিযোগ
সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫


দুমকিতে খাসজমির দোকান দখলের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলার বোর্ড অফিস বাজার সড়কে দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে খাসজমির ভিটি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা কাওসার মিরার বিরুদ্ধে। দখল করা দোকানঘরে এখন নতুন করে পোল্ট্রি ব্যবসা চলছে। এতে জীবিকা হারিয়ে পথে বসার অবস্থা হয়েছে পিতৃহারা যুবক ব্যবসায়ী মহিউদ্দিন হাওলাদারের। বিষয়টি নিয়ে তিনি সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, মহিউদ্দিন ও তাঁর বাবা খালেক হাওলাদার দীর্ঘদিন ধরে মুরাদিয়া বোর্ড অফিস বাজার সড়কে রেকর্ডিও ও খাসজমির ওপর দোকানঘর নির্মাণ করে ব্যবসা করতেন। বাবার মৃত্যুর পর একমাত্র উত্তরাধিকারী হিসেবে তিনিই সেখানে নিয়মিত ব্যবসা চালিয়ে আসছিলেন।
অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ওই ভিটির প্রতি নজর পড়ে কাওসার মিরার। ১৪ সেপ্টেম্বর রাতে লোকজন নিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট করে তাঁকে উচ্ছেদ করেন। রাতারাতি সেখানে নতুন দোকানঘর তুলে পোল্ট্রি ব্যবসা শুরু করা হয়। প্রতিকার চেয়ে বাজার কমিটি ও স্থানীয় বিএনপি নেতাদের কাছে গেলেও কোনো ফল মেলেনি বলে দাবি মহিউদ্দিনের।
মহিউদ্দিন একজন থ্যালাসমিয়া আক্তান্ত রুগী। প্রতিমাসে তার শরীরে রক্ত নিতে হয়। তার একটা পা গ্রীল ব্যান্ডেজ থাকায় অক্ষম হওয়ার উপক্রম হয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে জীবিকা হারিয়ে চরম কষ্টে আছেন তিনি। বাধ্য হয়ে গতকাল সোমবার (১৭ নভেম্বর) দুমকি লিখিত আবেদনে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে অভিযোগ দাখিল করেছেন।
মহিউদ্দিন অভিযোগে উল্লেখ করেন, গত ১৪ সেপ্টেম্বর জোর করে দোকানঘরের সামনে মাটি ফেলা ও নানা বাধা সৃষ্টি করে তাঁর ব্যবসা বন্ধ করে দেওয়া হয়। উপজেলা প্রশাসনকে জানালেও এতে কোনো বাধা সৃষ্টি হয়নি বলে অভিযোগ করেন তিনি।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো: তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, প্রায় প্রতিবন্ধি ছেলে মহিউদ্দিনকে ওই ভিটির কিছু অংশে ছোট একটা দোকান করে দেয়ার জন্য কাওসার মিরাকে বলে ছিলাম। কিন্ত সে (কাওসার) অনুরোধ রাখেনি।
অভিযুক্ত বিএনপি নেতা কাওসার মিরা দখলের অভিযোগ অস্বীকার করে নিজের ভিটিতে ব্যবসা করছেন বলে দাবি করেছেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা আবুজর মো: এজাজুল হক অভিযোগের প্রাপ্তি স্বীকার করে বলেন, ইতিমধ্যে সার্ভেয়ারকে ঘটনাস্থল পরিদর্শণের নির্দেশ দিয়েছেন। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইগত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

এমআর

বাংলাদেশ সময়: ১৫:১১:০২ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ