দুমকিতে নেশাদ্রব্যের খাবার খেয়ে একই পরিবারে ৬জন অসুস্থ!

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে নেশাদ্রব্যের খাবার খেয়ে একই পরিবারে ৬জন অসুস্থ!
বুধবার ● ২৯ ডিসেম্বর ২০২১


দুমকিতে নেশাদ্রব্যের খাবার খেয়ে একই পরিবারে ৬জন অসুস্থ!

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে নেশাদ্রব্য মেশানো খাবার খেয়ে একই পরিবারের ছয়জন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের চাকলাদার বাড়ীতে ঘটনাটি ঘটেছে। গুরুতর অসুস্থদের দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ ব্যক্তিরা হলেন, মোঃ সুজন চাকলাদার (২৩)মোঃ সোহাগ চাকলাদার (১৮)রাইশা মনি(৯)মোঃ শাহাবুদ্দিন চাকলাদার (৪৫)নিলুফা বেগম (৪২)মরিয়ম বেগম(৩৭)। স্থানীয় নারী ইউপি সদস্য মিসেস জান্নাতুল ফেরদৌসী জানান, ঘটনার দিন ওই পরিবারের ৭জন সদস্যের মধ্যে ৬জনে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়েছে। রাতের খাবার না খাওয়া একজন সদস্য সম্পূর্ণ সুস্থ আছে। এদিকে অসুস্থতার সুযোগে ওইরাতে পরিবারের কর্তাব্যক্তি মো. শাহাবুদ্দিন চাকলাদারের পকেটে থাকা প্রায় ৮৬হাজার টাকা খোয়া গেছে। কোন দুবৃত্তচক্র খাদ্যে নেশাদ্রব্য মিশিয়ে ওই টাকাগুলো চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে। এব্যাপারে দুমকি থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম বলেন, মৌখিক ভাবে জেনেছি, তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


এমআর

বাংলাদেশ সময়: ২০:১৮:১০ ● ৫১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ