কলাপাড়ায় নৌ পুলিশের নির্যাতনে জেলের মৃত্যু!

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় নৌ পুলিশের নির্যাতনে জেলের মৃত্যু!
মঙ্গলবার ● ২১ সেপ্টেম্বর ২০২১


কলাপাড়ায় নৌ-পুলিশ প্রহারে জেলে মৃত্যুর অভিযোগ

কলাপাড়া সাগরকন্যা অফিস॥

 পটুয়াখালীর কলাপাড়ায় নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের নির্যাতনে সুজন চৌকিদার (৩৫) নামে এক জেলে মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার দুপুর ১২টার দিকে পায়রা বন্দর এলাকার রামনাবাদ নদীতে এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত স্থানীয় লোকজন পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই মামুনসহ তিন কনেস্টবলকে অবরুদ্ধ করে রেখে শারিরীকভাবে লাঞ্ছিত করে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এবং উপজেলা নির্বাহী অফিসার সেখানে ছুটে যান। তাদের প্রচেষ্টায় প্রায় পাঁচ ঘন্টা পর অবরুদ্ধ নৌপুলিশ সদস্যদের উদ্ধার করে মৃত জেলের লাশ মর্গে পাঠায়।
এদিকে, নৌ পুলিশের এএসআই মামুনের দাবি, মৃত জেলে সুজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সুজন কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আ. সত্তার হাওলাদারের ছেলে। বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশের দাবি স্বাভাবিক। মঙ্গলবার দুপুর ১২টার সময় শুরু হওয়া এ ঘটনা ওইদিন বিকেল ৫টায় নৌ পুলিশ সদস্যদের উদ্ধারের মধ্য দিয়ে শেষ হয়।
অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধারে ঘটনাস্থলে কলাপ্ড়াা উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক এবং কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপাপর আলী আহম্মেদের নেতৃত্বে শতাধিক পুলিশ সেখানে যায়। উত্তেজিত লোকজনকে নিভৃত করতে তারা দফায় দফায় চেষ্টা চালান।
নৌপুলিশের দাবি, নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় মাছধরা ট্রলারটিকে তারা ধাওয়া করছিল। ওই ট্রলারে থাকা পাঁচ জেলের চার জেলে নদীতে ঝাপ দিয়ে পালাতে সক্ষম হলেও সুজন হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রলারেই মারা যায়। অতিরিক্ত পুলিশ সুপার আলী আহম্মেদ জানান, অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে বিকেলে কলাপাড়া থানায় নিয়ে আসা হয়েছে এবং মৃত জেলে সুজনের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৭:৩৪ ● ২৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ