ডালবুগঞ্জ ইউপি’র উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার

প্রথম পাতা » পটুয়াখালী » ডালবুগঞ্জ ইউপি’র উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার
সোমবার ● ২৫ জানুয়ারী ২০২১


ডালবুগঞ্জ ইউপি’র উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার

কলাপাড়া(পটুয়াখালী)সাগরকন্যা অফিস॥

কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারী। এ উপলক্ষে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে তৃনমূল কাউন্সিলে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় ডালবুগঞ্জ ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ৬৭ জন ডেলিগেট কাউন্সিলের উপস্থিতিতে তৃনমূল আওয়ামীলীগের এ ভোট প্রক্রিয়া অনুৃষ্ঠিত হয়। মাওলানা ওমর ফারুকের কোরান তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের প্রথমপর্ব শুরু হয়। এসময় ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হায়দার ফকিরের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

এসময় চেয়ারম্যান পদে তৃণমূল কাউন্সিলে ভোটে অংশগ্রহনকারী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন সিকদার ৪১, সদস্য ও ইউপি মেম্বার মো: নুরুজ্জামান ০৪, মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি মো: শোয়াইব খান ২২। মোট ভোটার ছিলো ৭১জন, তন্মধ্যে মৃত-২জন, অনুপুস্থিত-২জন। ৬৭জন উপস্থিতির মধ্যে অধ্যক্ষ দেলোয়ার হোসেন সিকদার সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলে নির্বাচিত হন। জেলা ও উপজেলা আওয়ামীলীগ স্বাক্ষরিত এ ফলাফল বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় প্রেরণ করা হবে।

কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ: মোতালেব তালুকদারের সঞ্চালনায় কাউন্সিলে বিশেষ অতিথির বক্তর‌্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আ: মান্নান, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তাণুকদার, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বি এম শাহজাহান পারভেজ,  কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি  ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক উপাধ্যাক্ষ শহিদুল আলম, মো: মন্জুরুল ইসলাম, অধ্যাপক মন্জুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়াম্যান মো: শফিকুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো: ফিরোজ সিকদার, মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আ: মালেক আকন, বালিয়াতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান বুলেট আকন, মহিলা ভাইসচেয়াম্যান সাহিনা পারভীন সীমা, ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: জসিম উদ্দিন আকন।

প্রধান অতিথি তার রক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সিদ্ধান্তই চুড়ান্ত স্দ্ধিান্ত, যারা দল করেন তারা দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৯:৫৮ ● ২৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ