বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় বাঙ্গালী জাতি মুক্তি পেয়েছে- এমপি শাওন

প্রথম পাতা » ভোলা » বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় বাঙ্গালী জাতি মুক্তি পেয়েছে- এমপি শাওন
মঙ্গলবার ● ১ ডিসেম্বর ২০২০


বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় বাঙ্গালী জাতি মুক্তি পেয়েছে- এমপি শাওন

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় বাঙ্গালী জাতি মুক্তি পেয়েছে। জাতিকে মেধা শূণ্য করতে পাকিস্থানিরা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল। বঙ্গবন্ধুর দূরদর্শিতায় স্বল্প সময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু কোন দলের নয় সমগ্র বাঙ্গালী জাতির শেষ্ট সম্পদ। তাকে নিয়ে বির্তকের কোন সুযোগ নেই। শেখ হাসিনাই মুক্তিযোদ্ধাদের জীবন যাত্রার মান উন্নয়ন করেছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে তজুমদ্দিন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অসহায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে ঘর বিতরণ ও উপজেলা যুবলীগের আয়োজনে ফ্রি ওয়াইফাই জোন উদ্ভোধন, বৃক্ষ রোপন এবং মুক্তিযোদ্ধাদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন,যুবলীগের সভাপতি মিশু হাওলাদার,সাধারণ সম্পাদক আবদুর রহমান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম, সেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতিয়াক হাসান, ছাত্রলীগের আহবায়ক মোঃ রাসেল প্রমুখ।

আরএস/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৫৭ ● ৪৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ