কলাপাড়ায় স্বামী পরিত্যক্তার দু’পা গুঁড়িয়ে দেয়ার ঘটনায় মামলা

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় স্বামী পরিত্যক্তার দু’পা গুঁড়িয়ে দেয়ার ঘটনায় মামলা
সোমবার ● ১২ অক্টোবর ২০২০


কলাপাড়ায় স্বামী পরিত্যক্তার দু’পা গুঁড়িয়ে দেয়ার ঘটনায় মামলা

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

 কলাপাড়ায় রামদা ও রড দিয়ে পিটিয়ে স্বামী পরিত্যক্তা শেফালী বেগমের দুই পা গুঁড়িয়ে দেয়ার ঘটনায় থানায় ১৭ জনকে আসামি করে মামলা হয়েছে। মধ্যবয়সী শেফালী বেগমের ছেলে আল আমিন হাওলাদার ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে রবিবার রাতে এ মামলা দায়ের করেন। বর্তমানে আহত শেফালী বেগম বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎিসাধীন আছেন। আর্থিক সঙ্কটে তার উন্নত চিকিৎসাও সম্ভব হচ্ছে না বলে তার স্বজনরা জানায়।
পুলিশ জানায় মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। শুক্রবার সন্ধায় শেফালী বেগমকে ঘরে ঢুকে নির্মম নির্যাতনের পর রড দিয়ে পিটিয়ে দুই পা গুঁড়িয়ে দিয়েছে আপন ভাই মগরব আলী খলিফা ও তার সন্তানরা। চাঁকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করেছে পায়ের গোড়ালী। এ সময় মাকে বাঁচাতে ছেলে ও তার স্ত্রী এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামে এ মধ্যযুগীয় বর্বর নির্যাতনের ঘটনা ঘটেছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:১০:৫৮ ● ২২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ