কলাপাড়ায় চিকিৎসকের মামলায় মৃত রোগীর ছেলে গ্রেফতার

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় চিকিৎসকের মামলায় মৃত রোগীর ছেলে গ্রেফতার
সোমবার ● ১২ অক্টোবর ২০২০


কলাপাড়ায় চিকিৎসকের মামলায় মৃত রোগীর ছেলে গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী)সাগরকন্যা অফিস॥

রোগী জবেদা বেগমের মৃত্যুকে কেন্দ্র করে কলাপাড়া হাসপাতালে এক নারী চিকিৎসককে লাঞ্চিত ও হুমকি দেয়ার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি আলাউদ্দিন মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার নীলগঞ্জ থেকে মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুকন্ঠ মৃত রোগীর ছেলেকে গ্রেফতার করে।
কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নারী চিকিৎসক তনিমা পারভীন রুমার দায়েরকৃত মামলার দুই নং আসামী আলাউদ্দিন মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে তিঁনি জানান।
৭ অক্টোবর রাতে কলাপাড়া হাসপাতালে জবেদা বেগম(৭০) নামে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় ডাক্তারের চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে নারী চিকিৎসক তনিমা পারভীন রুনাকে রোগীর স্বজনরা লাঞ্চিত করেছে এবং সরকারি কাজে বাঁধা প্রদান করেছে এমন অভিযোগ এনে ৮ অক্টোবর ডাঃ তনিমা পারভিন কলাপাড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনের নামে থানায় মামলা দায়ের করে। এ মামলা মিথ্যা দাবি করে ৯ অক্টোবর মৃত রোগীর স্বজনরা কলাপাড়ায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। তারা জবেদা বেগমের মৃত্যুর জন্য ডাঃ তনিমা পারভীনের দায়িত্বে অবহেলাকে দায়ী করে তার শাস্তির দাবি করেন এবং হয়রানীমুলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:০৪ ● ৩৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ