কলাপাড়ায় ওয়ার্ল্ড কনসার্ন’র সেলাই মেশিন বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় ওয়ার্ল্ড কনসার্ন’র সেলাই মেশিন বিতরণ
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০


কলাপাড়ায় ওয়ার্ল্ড কনসার্ন’র সেলাই মেশিন বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সেবা সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর উদ্যেগে হতদরিদ্র, স্বামী পরিত্যাগতা ও বিধবা ১০ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সংস্থার এরিয়া অফিস কলাপাড়া পৌরশহরের মদিনাবাগ থেকে এসব উপকরণ বিতরণ করা হয়।
অফিস সূত্রে জানা যায়, কর্ম এলাকার নীলগঞ্জ, মিঠাগঞ্জ ও ডাবলুগঞ্জ ইউনিয়নের ১০ জন (স্বামী পরিত্যাগতা, বিধবা ও হতদরিদ্র) নারীদের মাঝে ১নং সিঙ্গার সেলাই মেশিনসহ প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয়। প্রত্যেক উপকারভোগীকে ১টি সেলাইমেশিন, ১টি চাকনা, ১ টি কাঁচি, ১ টি স্কেল, ১২ গজ ১২ গিরা কাপড়, ৪ টি সুতাগুটি ও ১ টি ব্যাগ হাতে তুলে দেয়া হয়। দাতা সংস্থা টিয়ারফান্ড, সিডরফান্ড ও ইন্টারএক্ট এর সহযোগীতায় এসব উপকরণ প্রদান করা হয়। ডালবুগঞ্জের বিধবা রেখা বেগম, স্বামী পরিত্যাগতা আয়শা বেগম, হতদরিদ্র নাজমা বেগম ও হলদিবাড়িয়ার হতদরিদ্র জেসমিন আক্তারসহ সকল উপকারভোগী এসব উপকরন পেয়ে সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এগুলো দিয়ে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করবে বলে জানান।
এসময় সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন, সিলভেষ্টার মাইকেল মধু, জেমস রাজীব বিশ্বাস, পায়েল দাশ, শাকিল ও নির্মলটুডু প্রমুখ।

এসকেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫৩:০০ ● ৩৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ