গলাচিপায় ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
সোমবার ● ১০ আগস্ট ২০২০


গলাচিপায় ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় সরকারী খাস জমির উপর নির্মিত অবৈধ ১৫টি ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে এই অভিযান পরিচালনা করেন। জানা গেছে, উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে সরকারী খাস জমির উপর প্রভাবশালীরা অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করেন। দোকান ঘরগুলোর প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসলে উপজেলা প্রশাসন অবৈধ দোকান ঘরগুলো ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্র্যেট ও সহকারী কমিশনার ভূমি মো. নজরুল ইসলাম বলেন, সরকারী খাস জমিতে অবৈধ স্থাপনা তৈরি করায় সেগুলো গলাচিপা থানা পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ করা হলো। গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, সরকারী খাস জমিতে ঘর উত্তোলন করায় প্রশাসন তা ভেঙ্গে দিয়েছে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৩:৪৫ ● ৪৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ