বাবুগঞ্জে হামলা ভাঙচুর-লুটপাটের অভিযোগ

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে হামলা ভাঙচুর-লুটপাটের অভিযোগ
সোমবার ● ৩ আগস্ট ২০২০


বাবুগঞ্জে হামলা ভাঙচুর-লুটপাটের অভিযোগ

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশাল বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে।
রবিবার (৩ আগষ্ট)  রাতে উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা  গ্রামে এ ঘটনা ঘটে। আহত পরিবার  ও এলাকাবাসী জানায়, বিগত রমজান মাসে খোরশেদ কাজীর বড় ছেলে শাহাআলম কাজীর শালা সুমুন্দিরা একটি তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে খোরশেদ কাজীকে মার ধর করে। সেসময় খোরশেদ কাজীর ছেলে মেয়েরা ঢাকায় চাকরি করার সুবাদে কেউ বাড়িতে ছিলোনা। সেই সূত্রে ধরে রবিবার (৩ আগষ্ট) রাতে খোরশেদ কাজীর শালা, সুমুন্দিও ছেলে, মেয়ে ও শাহাআলম কাজীর শালা, সুমুন্দিদের নিয়ে মিমাংসা করার কথা হলে রাত ৭ টার সময় পরিবারের সদস্যদের নিয়ে বসে। এসময় কথা কাটা কাটির একপর্যায়ে খোরশেদ কাজীর বড় ছেলে চলে গিয়ে তার শালা সুমুন্দি বখাটে মাছুম ও ফুয়াদকে ফোন করে। বখাটে মাছুম ও ফুয়াদ একদল সন্ত্রাসীদের নিয়ে শাহাআলম  কাজীর বাবার ঘর ভাংচুর ও লুটপাট করে। এতে  খোরশেদ কাজী বাধা প্রদান করলে সন্ত্রাসী ফুয়াদ, মাসুম, পারভেজ, জুবায়ের, শরবালি সহ আরো ২০/২৫ জনের একটি সন্ত্রাস বাহিনী খোরশেদ কাজীর পরিবারে থাকা খোরশেদ কাজী (৭০), সালমা বেগম (৩৫), তাসলিমা বেগম, বেলাল কাজী, নাসরিন বেগম সহ পরিবারের লোকজনকে এলোপাতাড়ি মারপিট ও কুপিয়ে জখম করে ও বাড়ি ঘর ভাংচুর লুটপাট চালায়। এতে নারীসহ ৫ জন আহত হয়।
খবর পেয়ে এয়ারপোর্ট  থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন খোরশেদ কাজীর পরিবার।

এএ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৪:২২ ● ২৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ