চরফ্যাশনে হত্যা মামলার প্রধান আসামী রাকিব গ্রেফতার

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে হত্যা মামলার প্রধান আসামী রাকিব গ্রেফতার
মঙ্গলবার ● ২১ জুলাই ২০২০


---

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন  উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের সপ্তম শ্রেণির ছাত্রী তানজিলা অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি বখাটে রাকিব(১৯)কে মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় পালিয়ে যাওয়ার সময় পুলিশ নতুন বাস ষ্ট্যান্ড থেকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ১২ জুলাই চরফ্যাশন সরকারি কলেজ ছাত্র রাকিব তার বন্ধুদের ভাড়াটে মটর সাইকেলে কিশোরী তানজিলাকে প্রাইভেট পরতে যাওয়ার সময় জোরপূর্বক অহরণ করে যাওয়ার প্রাক্কালে পৌর সভা ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহির রায়হানের বাসার সামনে দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় পড়ে যায়। বখাটে রাকিব পালিয়ে যায়। তাকে চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। ছাত্রীর পিতা বাদী হয়ে চরফ্যাশন থানায় হত্যা মামলা দায়ের করেন।
চরফ্যাশন থানার উপ-পুলিশ পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইয়াছিন পাইকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে  গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, তাকে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে গ্রেফতার করা হয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীন বলেন, মামলার মূল আসামী রাকিবকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে রাকিবের পরিবারের দাবী করেন দীর্ঘদিন আনোয়ার হোসেন মিয়াজীর মেয়ে তানজিলা রাকিবের সাথে  প্রেমের সম্পর্ক করে। ওই দিন রাকিবকে ঘুরতে নিয়ে যাওয়ার বায়না ধরলে। রাকিব বাধ্য হয়ে তানজিলাকে নিয়ে ঘুরতে যায়। পরে সাবেক কাউন্সিলর জহির  রায়হানের বাসার সংলগ্ন সড়কে দূর্ঘটনায় তানজিলা নিহত হয়।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২২:৫৮ ● ৩২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ