পটুয়াখালীতে এসিল্যান্ড চিকিৎসক পুলিশ শিক্ষক মেয়রপত্নী করোনা আক্রান্ত

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে এসিল্যান্ড চিকিৎসক পুলিশ শিক্ষক মেয়রপত্নী করোনা আক্রান্ত
শুক্রবার ● ২৬ জুন ২০২০


এটি একটি প্রতীকী ছবি।

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর বাউফলে এসিল্যান্ড, কুয়কাটার দুই ট্যুরিস্ট পুলিশ সদস্য, গলাচিপা পৌর মেয়রের স্ত্রী-কন্যা ছাড়াও চিকিৎসক, স্কুল শিক্ষক-শিক্ষিকাসহ একদিনে জেলায় আক্রান্ত হয়েছে ৩০জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৬০জন। বিষয়টি সাগরকন্যাকে নিশ্চিত করেছেন পটুয়াখালী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।
করোনার উপসর্গ অনুভব করলে ১৬ জুন নমুনা প্রদান করেন বাউফলের সহকারী কমিশনার (এসিল্যান্ড) আনিচুর রহমান বালি। ১০ দিন পরে শুক্রবার তার ফলাফল পজেটিভ আসে। এছাড়াও বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, বগা পুলিশ তদন্ত কেন্দ্রের দুই পুলিশ সদস্য ও  কারখানা গ্রামের এক স্বাস্থ্যকর্মী এবং ব্লাড ব্যাংকের এক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন গলাপচিপা পৌর মেয়র তুহিন খলিফার স্ত্রী ও কন্যা। নমুনা প্রদানের পর বৃহস্পতিবার তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এছাড়া করোনা উপসর্গ থাকায় সমুদ্র সৈকত কুয়াকাটার ট্যুরিস্ট পুলিশের দুই সদস্য আমিনুল (২৩) ও রাব্বিকুল (২১) এর নমুনা সংগ্রহ করে ১৯ জুন পাঠালে বৃহস্পতিবার রাত ১০টায় তাদের রিপোর্ট পজিটিভ আসে। এর আগেও আবু সাঈদ (২২) নামক ট্যুরিস্ট পুলিশের এক সদস্য করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। স্টাফ কোয়াটারে হোম কোয়ারেন্টাইনে থেকে ওই সদস্য চিকিৎসা নিচ্ছেন বলে জানান ট্যুরিস্ট পুলিশ জোনের কর্তৃপক্ষ। এদিকে দুই দফায় ট্যুরিস্ট পুলিশের তিনজন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালিসহ গলাচিপায় আক্রান্তদের আইশোলেসনে রেখে নিবির পর্যবেক্ষনে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

জেআর/এনবি

বাংলাদেশ সময়: ২০:১৮:০৭ ● ৩১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ