বেতাগীতে ডা. রাকিব হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » বরগুনা » বেতাগীতে ডা. রাকিব হত্যার বিচার দাবিতে মানববন্ধন
রবিবার ● ২১ জুন ২০২০


বেতাগীতে ডা. রাকিব হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বেতাগী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিএমএ এর ডাকে সারা দিয়ে ডাক্তার রাকিব হত্যার বিচার দাবিতে রবিবার (২১ জুন) দুপুর ১২ টায় কালোব্যাজ ধারন ও মানববন্ধন পালিত হয়েছে।
এসময় ডাক্তার রাকিব স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এতে অপরাধীদের দ্রুত বিচার ট্রাইবুনালে বিচারের মাধ্যমে সর্বোচ্চ সাজার দাবি করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবীন্দ্রনাথ সরকার, ডাঃ দিবাকর বিশ্বাস, ডাঃ আবুল কাশেম, ডাঃ ফরহাদ হোসেন, ডাঃ সুরভী আক্তার, ডাঃ রকিবুর রহমান বরগুনা ডক্টর ও স্টুডেন্ট এসোসিয়েশন এর ডাঃ শুভংকর দে, মেডিকেল স্টুডেন্ট রাবিউল ইসলাম, মুনিয়া আক্তার তিবা, কুশাল কর্মকার ও আবদুল্লাহ আল ফাইয়াজ, সিনিয়র স্টাফ নার্স ছবি মন্ডল, প্রভা মন্ডল সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ডাঃ আব্দুর রাকিব খানকে গেল ১৫ জুন রোগীর স্বজনদের দ্বারা সংগঠিত সন্ত্রাসী হামলায় আহত হয়ে ১৬ জুন মৃত্যু বরণ করেন। তিনি বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ হিসেবে বর্তমানে কর্মরত ছিলেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের  সাবেক পরিচালক ছিলেন।

এমকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৬:৩৩ ● ২৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ