নাজিরপুরে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা ও খাবার বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা ও খাবার বিতরণ
শনিবার ● ১৩ জুন ২০২০


নাজিরপুরে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা ও খাবার বিতরণ

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে মৎস্য চাষীদের মাছের পোনা, খাবার, মৎস্য খামারের  সাইন বোর্ড প্রদান সহ প্রশিক্ষন দেয়া হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকালে উপজেলা মৎস্য অফিসের সামনে উপজেলার বিভিন্ন খামারিদের এ সাহায্য প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন ইউনিটের পরিচালক এসএম মনিরুজ্জামান।
উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদ সদস্য সুলতান  মাহামুদ খান ,সহকারী মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী প্রমুখ। এ সময় উপজেলার মৎস্য কর্মকর্তা জানান, উপজেলার ১৮টি সিজিআই গ্রুপের মধ্য থেকে ১৪ জন মৎস্য চাষীদের এ সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া এর আগে এ সব চাষীদের খামারের মাটি ও পানি পরীক্ষা করে উন্নত মানের চাষের প্রশিক্ষন দেয়া হয়।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৪:০৩ ● ৪০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ