নেছারাবাদে “মুনাফা বিহীন স্বল্প মূল্যের বাজার” চালু

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে “মুনাফা বিহীন স্বল্প মূল্যের বাজার” চালু
সোমবার ● ৮ জুন ২০২০


নেছারাবাদে “মুনাফা বিহীন স্বল্প মূল্যের বাজার” চালু

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে মুনাফা বিহীন ‘স্বল্প মূল্যের বাজার’ চালু করেছে চেতনা পরিষদ। সোমবার (৮ জুন) দপুর ১২টার দিকে সরকারী স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর ৬ষ্ঠ শাখার উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এসময় ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন সাবেক সচিব মো. মোফাজ্জেল হোসেন,
সাবেক সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী। চেতনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহীদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পরিষদের চেয়ারম্যান
আব্দুল হক, ইউএনও মো. মোশারেফ হোসেন, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ভাইস চেযারম্যান ও চেতনা পরিষদের পৌর আহবায়ক নার্গিস জাহান, সদস্য সাংবাদিক আবুল কালাম আজাদ, মো. রুহুল আমিন, ফয়সাল হাসান সুজন, আনোয়ার হোসেন প্রমুখ। এখনে পাইকারী মূল্যের চেয়েও কম মূল্যে পন্য বিক্রয় করে উপজেলার  বিভিন্ন স্থানে ইতোমধ্যে ৫ টি বাজার স্থাপন করা হয়েছে। এটি চেতনা পরিষদের উদ্যোগে ‘স্বল্প মূল্যের ৬ষ্ঠ তম বাজার। জনা যায় উপজেলার সাধারন মানুষের চাহিদানুযয়ী আরও শাখা চালু করা হবে।


এআরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫৬ ● ৩৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ