প্রাচীনতম ফলের মধ্যে অন্যতম দেশী খেজুর

প্রথম পাতা » পিরোজপুর » প্রাচীনতম ফলের মধ্যে অন্যতম দেশী খেজুর
সোমবার ● ৮ জুন ২০২০


দেশী খেজুর

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর) থেকে॥
প্রাচীনতম ফলের মধ্যে অন্যতম দেশী খেজুর। খেজুরগাছে শীতের শুরুতে ফুল আসে। ফুল থেকে ফল পরিপক্ব হতে সময় লাগে চার মাস। জ্যৈষ্ঠের শেষ এবং আষাঢ়ের প্রথমভাগে সবুজ রং থেকে তা গাঢ় হলদে হয়। এরপর কেটে পানিতে তিন থেকে চার ঘণ্টা ভিজিয়ে রাখলে পেকে যায়। স্বাদ অনন্য হওয়ায় গাছে ফল পাকলেই কিশোরদের দুরন্তপনা বেড়ে যায়। রাস্তার পার্শ্বেও গাছ থেকে কাঁদি ভরা খেজুর নিয়ে বাড়ি যাচ্ছে এক কিশোর। ছবিটি-সোমবার কাউখালীর জয়কুল গ্রাম থেকে তোলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৩৭ ● ৩৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ