৩৩৩ নম্বরে কল, খাদ্যসামগ্রী নিয়ে হাজির ইউপি চেয়ারম্যান

প্রথম পাতা » সর্বশেষ » ৩৩৩ নম্বরে কল, খাদ্যসামগ্রী নিয়ে হাজির ইউপি চেয়ারম্যান
বুধবার ● ৮ এপ্রিল ২০২০


৩৩৩ নম্বরে কল, খাদ্যসামগ্রী নিয়ে হাজির ইউপি চেয়ারম্যান

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

সাত সদস্যের সংসার। রোজগারের সদস্য রুবেল ও রাসেল দুই ভাই। তাদের পেশা মাছ ধরা। কিন্তু করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। তাই মা-বাবাসহ পরিবার-পরিজন নিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাদারবুনিয়া বাঁধঘাট সংলগ্ন এলাকায় খাদ্যসংকটে ভুগছিল কর্মহীন দুই ভাই।
তাদের মধ্যে এক ভাই রুবেল প্যাদা (২৮) এফএম রেডিওতে শুনতে পায়, ৩৩৩ নম্বরে কল করলে খাদ্য সহায়তা দিবে সরকার। মঙ্গলবার দুপুরে ওই হটলাইন নম্বরে কল করেন তিনি। পরে বুধবার (৮ এপ্রিল) সকালে রাঙ্গাবালী সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খাদ্যসামগ্রী নিয়ে রুবেলদের বাড়িতে হাজির হন। এসময় রুবেলের পরিবারকে খাদ্যসামগ্রী হিসেবে ৩০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ ও সাবান দেওয়া হয়।
খাদ্যসামগ্রী পেয়ে রুবেল প্যাদা বলেন, ‘রোজগার বন্ধ হওয়ায় ঘরে খাবার কিনতে পারেনি তিনি। তাই ৩৩৩ তে ফোন দিয়েছে। পরে চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন এসে, তাদেরকে এক মাসের খাবার দিয়ে যান। তাই তাদের পরিবার সরকারের এই সেবার প্রতি কৃতজ্ঞ।’ স্থানীয়রা জানান, রুবেল ওই এলাকার হারুন প্যাদার ছেলে। তাদের পরিবার স্বচ্ছল। কিন্তু করোনার কারণে আয়-রোজগার  বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছিল।
রাঙ্গাবালী সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন বলেন, ‘রুবেল ৩৩৩ নম্বরে কল করলে জেলা প্রশাসক মহোদয় বিষয়টি আমাদের ইউএনওকে জানায়। পরে খোঁজখবর নিয়ে জেলা প্রশাসকের পক্ষে আমি গিয়ে রুবেলের পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে আসি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ‘ডিসি স্যারের নির্দেশনায় সরকারি হটলাইন নম্বরে কল করা ওই পরিবারের বাড়িতে ইউপি চেয়ারম্যান মামুন খাদ্যসামগ্রী দিয়ে এসেছেন।’

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৪:১৬ ● ২৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ