ফুলবাড়ীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিযান

প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিযান
শনিবার ● ২৮ মার্চ ২০২০


ফুলবাড়ীতে সামাজিক দুরত্ব বজায় রাখতে অভিযান

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

সরকারের নেয়া সিদ্ধান্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যাপক পদক্ষেপ নিয়েছেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন। দিনরাত কঠোর পরিশ্রম করে শহর থেকে গ্রামের হাট বাজার পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।
ফুলবাড়ী উপজেলার আটপুকুর হাট, মাদিলা হাট, খয়েরবাড়ী হাটসহ উপজেলার বিভিন্ন স্থান ঘুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রাথমিকভাবে সতর্ক করেন এবং নিয়ম না মেনে দোকান খোলার অপরাধে এক ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করেন। এই বিশেষ অভিযানে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা কৃষি অফিসার এটিএম হামিম আশরাফ, উপজেলা প্রকৌশলী শাহিদুজ্জামান, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস সহ ফুলবাড়ী থানার পুলিশ ফোর্স।

এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১২:০০ ● ৪০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ