নাজিরপুরবাসী খড় ও কাঠ জ্বালিয়ে সামলাচ্ছেন কঠিন ঠান্ডা

হোম পেজ » পিরোজপুর » নাজিরপুরবাসী খড় ও কাঠ জ্বালিয়ে সামলাচ্ছেন কঠিন ঠান্ডা
মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০২৬


 

নাজিরপুরবাসী খড় ও কাঠ জ্বালিয়ে সামলাচ্ছেন কঠিন ঠান্ডা

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

সারাদেশের মতো পিরোজপুরের নাজিরপুরেও দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না অনেক মানুষ।

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সারাদিনে সূর্যের দেখা মেলেনি, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে। সন্ধ্যা নামতেই বন্ধ হয়ে গেছে গাঁও গ্রামের দোকানপাট। চৌঠাইমহল বাসস্ট্যান্ড ও নাজিরপুর-খেজুরতালা রোডে দেখা গেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে খড় ও কাঠ জ্বালিয়ে শীত নিবারণে আগুন পোহাতে।

 

বুইচাকাঠী বাজারের মুদি ব্যবসায়ী কাওছার হাওলাদার বলেন, “শীতের কারণে দোকানে বসে থাকা কঠিন, বাধ্য হয়ে আগুন জ্বালাতে হচ্ছে।” চা বিক্রেতা পঙ্কজ মন্ডল যোগ করেছেন, “কয়েকদিন ধরে সন্ধ্যা নামলেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে।”

 

স্থানীয়রা জানিয়েছেন, শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা ধনবানদের সহায়তায় শীত নিবারণের আহবান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:৩৬:২৮ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ