সর্বশেষ
কলাপাড়া-কুয়াকাটায় ফের ঘন কুয়াশায় বাড়ছে শীতের দাপট নুরের পথে বড় চ্যালেঞ্জ পটুয়াখালী-৩ আসনে বহিষ্কারেও অনড় বিএনপির তৃণমূল কলাপাড়ায় মুয়াজ্জিনের জীবিকার একমাত্র সম্বল দখলের অভিযোগ বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের উন্নয়ন ও ইতিহাস লেখা সম্ভব নয়: এবিএম মোশাররফ কলাপাড়ায় ৫৪তম শীতকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ নাজিরপুরবাসী খড় ও কাঠ জ্বালিয়ে সামলাচ্ছেন কঠিন ঠান্ডা গৌরনদী থেকে কুয়াকাটায় থাকা সেই গৃহবধূ হত্যার দায় স্বীকার করল স্বামী তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণের দাবি গৌরনদীতে গুচ্ছগ্রামে সন্ত্রাস-নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

বরগুনায় ম্যাজিস্ট্রেটের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টায় পুলিশ আটক

হোম পেজ » লিড নিউজ » বরগুনায় ম্যাজিস্ট্রেটের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টায় পুলিশ আটক
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬


 

পাথরঘাটার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

সাগরকন্যা প্রতিবেদন, বরগুনা

বরগুনার পাথরঘাটার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কামরায় ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) আটকের ঘটনা ঘটেছে। বিভাগীয় মামলার শর্তে মুচলেকার পর তাঁকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত এসআই শাহরিয়ার জালাল, তিনি পাথরঘাটা থানায় কর্মরত আছেন।

আদালত সূত্রে জানা যায়, বরগুনা জেলার পাথরঘাটার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ সোমবার দুপুরে নিজের খাসকামরায় অবস্থান করছিলেন। তখন এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করেন। ওই এসআই আদালতের সি/আর ৭৮০/২০২৩ নম্বর মামলার কাগজ দেখিয়ে মো. রাজু মিয়া নামের এক আসামির নামে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাকে জামিনের সুপারিশ করে ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিতে চেয়েছেন।

এ ঘটনায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিব্রত বোধ করেন। এক পর্যায়ে কোর্ট পুলিশের এসআই, জিআরও এবং আদালতের কর্মচারীদের উপস্থিতিতে এসআই মো: শাহরিয়ারকে আটক করা হয়। বিষয়টি তাৎক্ষণিক পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও পুলিশ সুপারকে জানানো হয়। তাঁরা বিভাগীয় মামলা করার আশ্বাস দিলে মুচলেকা রেখে এসআই শাহরিয়ারকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচিনলা সাংবাদিকদের বলেন, বিচারক অর্ডার সিটে যেটা ডিসাইড (সিদ্ধান্ত) করবেন, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ম্যাজিস্ট্রেট এবং এসআই মো: শাহরিয়ারের ব্যাপার। এর বেশি কিছু আমি বলতে পারব না।

বাংলাদেশ সময়: ২৩:০০:০৫ ● ১৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ