বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের উন্নয়ন ও ইতিহাস লেখা সম্ভব নয়: এবিএম মোশাররফ

হোম পেজ » কুয়াকাটা » বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের উন্নয়ন ও ইতিহাস লেখা সম্ভব নয়: এবিএম মোশাররফ
মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০২৬


 

কুয়াকাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আসরের নামাজের পর কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ আজিজ মুসুল্লীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, জামায়াতে ইসলামীর স্থানীয় শাখা ও শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আপোষহীন নেতৃত্ব দেশের রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের উন্নয়ন ও ইতিহাস লেখা সম্ভব নয়।

মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত শেষে সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:১২:৩১ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ