কলাপাড়ায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ
মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় পাখিমারা বাজারে আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ব্যাংকের হলরুমে প্রায় পাঁচ শত শীতার্ত, ছিন্নমূল, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। শীতের তীব্রতা মোকাবিলায় ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয় বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন।

কম্বল পেয়ে পাখিমারা নীলগঞ্জ ইউনিয়নের কবিতা রানী বলেন, দীর্ঘদিন ধরে শীতে কষ্টে ছিলেন এবং গরম কাপড় কেনার সামর্থ্য ছিল না। কম্বল পেয়ে তিনি উপকারভোগীদের পাশে দাঁড়ানোদের জন্য দোয়া করেন।

 

পাখিমারা আল আরাফাহ ইসলামী ব্যাংক শাখার চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক আলীপুর শাখার ম্যানেজার মো. রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আ. রহিম বাদশা তালুকদার, পাখিমারা বাজার ব্যবসায়ী সমিতির ধর্মবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, দুলাল হাওলাদার ও মো. হিরন মিয়া। গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

 

কম্বল বিতরণকালে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আইয়ুব বলেন, প্রতিবছরের মতো এ বছরও অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। প্রায় পাঁচ শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:১৮ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ