সর্বশেষ
বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের উন্নয়ন ও ইতিহাস লেখা সম্ভব নয়: এবিএম মোশাররফ কলাপাড়ায় ৫৪তম শীতকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ নাজিরপুরবাসী খড় ও কাঠ জ্বালিয়ে সামলাচ্ছেন কঠিন ঠান্ডা গৌরনদী থেকে কুয়াকাটায় থাকা সেই গৃহবধূ হত্যার দায় স্বীকার করল স্বামী তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণের দাবি গৌরনদীতে গুচ্ছগ্রামে সন্ত্রাস-নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা পাঁচ প্রার্থীর হলফনামা বরগুনা-১ আসনে অর্থে শীর্ষে নজরুল, শিক্ষায় তলানিতে বরগুনায় যৌতুক না পেয়ে স্ত্রীকে ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

গৌরনদীতে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও সার্বিক বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ইব্রাহীম। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের অন্যতম দাতা ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী হুমায়ূন কবির এবং বিদ্যালয়ের অন্যতম দাতা, প্রাক্তন সভাপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক এইচ এম রফিকুল ইসলাম কাজল।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল, শৃঙ্খলা, উপস্থিতি ও বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সমাবেশ শেষে অভিভাবকরা নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার পরিবেশ আরও কার্যকর ও ফলপ্রসূ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৫:০২:৪০ ● ৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ