করোনা প্রতিরোধে জরিমানা বানারীপাড়ায় বন্দর বাজারের সহস্রাধিক দোকান বন্ধ

প্রথম পাতা » বরিশাল » করোনা প্রতিরোধে জরিমানা বানারীপাড়ায় বন্দর বাজারের সহস্রাধিক দোকান বন্ধ
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০


বন্দর বাজারের বন্ধ দোকানপাট

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়ায় করোনাভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশ অনুযায়ী বন্দর বাজারের নিত্যপণ্যদ্রব্য ছাড়া সহস্রাধিক দোকান বন্ধ রেখে যে যার বাড়িতে অবস্থান করছেন। এর পরেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই বাজারে ৫টি চায়ের দোকান খোলা রাখার কারণে সাড়ে ৪ হাজার টাকা জড়িমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রের্ট ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ বন্দর বাজারের বিভিন্ন গলিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
অপরদিকে সারা দেশে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে জনসচেতন করা হলেও বানারীপাড়ার অনেকেই কাজ না থাকায় বন্ধুদের সাথে নিয়ে অবাধে ঘোরাঘুরী করছেন। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের বিভিন্ন সড়কে ও বন্দর বাজারের ফেরীঘাট এলাকায় তাদেরকে অবাধে ঘোরাঘুরী করতে দেখা গেছে। এদের মধ্যে অনেকেই মুখে মাস্ক ব্যবহার না করে একে অপরের সাথে হাসি-ঠাট্টা করছেন। এব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে বলে ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ জানিয়েছেন।

জিএমআর/এনবি

বাংলাদেশ সময়: ২২:৩২:১১ ● ৩১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ