দশমিনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » দশমিনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০


প্রতীকী ছবি

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর দশমিনা উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেতাগী সানকিপুর ইউনিয়ানের মর্দনা গ্রামে দুপুর ৩টায় ও মাছুয়াখালী গ্রামে বিকেল সাড়ে ৫টায় দূর্ঘটনা দুটি ঘটেছে। শিশু মরিয়ম (৪) ও মারুফা (২)। মরিয়ম বেতাগী সানকিপুর ইউনিয়নের মর্দনা গ্রামের নুর মোহাম্মদের মেয়ে এবং মারুফা একই ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মোশারেফের  মেয়ে।
স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অজান্তে পৃথক পৃথকভাবে তাদের নিজনিজ বাড়ির পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজি করে ওইসব পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিক মিত্র বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশু দু’টির মৃত্যু হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জালাল উদ্দিন দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুদের মৃত্যু কাম্যনয়, তবে অবিভাবক সচেতন হলে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমবে।

এসবি/এনবি

বাংলাদেশ সময়: ২০:২০:৪৩ ● ৩৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ