বানারীপাড়ায় করোনা প্রতিরোধে পুলিশের প্রচারণা

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় করোনা প্রতিরোধে পুলিশের প্রচারণা
সোমবার ● ২৩ মার্চ ২০২০


বানারীপাড়ায় করোনা প্রতিরোধে পুলিশের প্রচারণা

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বানারীপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা মূলক প্রচার-প্রচারণা শুরু করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বিকেলে থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পালের নেতৃত্বে পৌর শহরে করোনা ভাইরাস প্রতিরোধে মাইকিং করার পাশাপাশি জন সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
মাইকিং এ সরকারী নির্দেশনা অনুযায়ী আগামী কাল ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ উপজেলার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ফার্মাসী ছাড়া সকল হোটেল রেস্তরা বন্ধ রাখার ঘোষনা দেয়া হয়েছে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সাবান কিংবা হ্যান্ড ক্লিনার দিয়ে বার বার হাত ধোয়ার পাশাপাশি মূখে মাস্ক ও হাতে হ্যান্ড গ্লোবস পরা এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকার আহবান জানানো হয়েছে।
এদিকে সরকারী হিসেব অনুযায়ী ১৮ মার্চ পর্যন্ত এ উপজেলায় বিভিন্ন দেশ থেকে ২৩৭ জন প্রবাসী ফিরে আসলেও তার মধ্যে ১০৩ জন প্রবাসী এলাকার বাইরে অবস্থান করছেন। এছাড়া ১৩৪ জন প্রবাসীর মধ্যে এ পর্যন্ত ৬৭ জনকে ১৪ দিন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৪:২৬ ● ৩১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ