দশমিনায় রাস্তা আটকে এলাবাসীর বিক্ষোভ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » দশমিনায় রাস্তা আটকে এলাবাসীর বিক্ষোভ
বুধবার ● ১৮ মার্চ ২০২০


দশমিনায় রাস্তা আটকে এলাবাসীর বিক্ষোভ

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

রাস্তায় গাছের গুড়িফেলে বিক্ষোভ করেছে এলাকাবাসী। পটুয়াখালীর দশমিনা সদর ইউনিয়নের পূঁজাখোলা-হাজীর হাট পর্যন্ত জনগুরুত্বপুর্ন রাস্তটি দীর্ঘ দিন ধরে উন্নায়ন সংস্কার বন্ধ করে রাখায় চরম বিপাকে পরেছে এলাকাবাসীসহ লঞ্চগামী যাত্রী। দুর্ভোগ থেকে বাঁচতে বুধবার (১৮মার্চ) দুপুরে প্রায়  ঘন্টাব্যাপি রাস্তায় চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, রাস্তাটি সংস্কার করার জন্য প্রায় ০৩মাস আগে খোড়া খুড়ি করে ফেলে রাখার দিন-রাত ধুলা বালুতে আচ্ছাদিত হয়ে পরিবেশ নষ্ট করছে। দুর্গম চরাঞ্চল ও লঞ্চগামী যাত্রীদেরসহ প্রায় কয়েক হাজার লোক প্রতি দিন চলাচল করতে হয় । রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপুর্ন। এ রাস্তা দিয়ে চলাচলে ধুলা বালুতে  সর্দি, কাশিসহ শ্বাস কষ্ট জনিত রোগে আক্রন্ত হচ্ছে দু’পাশের বসবাসকারী। বেশী ঝঁকিতে রয়েছে শিশুসহ বৃদ্ধ । দশমিনা থানা পুলিশের একটি টিম রাস্তাটি পরিদর্শন করেন এবং খুব সল্প সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করার বিষয় কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে আস্বস্থ করলে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেন।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৯:০২ ● ৪১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ