দশমিনায় অভিনব কৌশলে বিদ্যুৎ চুরি

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » দশমিনায় অভিনব কৌশলে বিদ্যুৎ চুরি
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২০


দশমিনায় অভিনব কৌশলে বিদ্যুৎ চুরি

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনায় বসতঘরে অভিনব কৌশলে বিদ্যুৎ চুরির ঘটনায় অবস্থায় একজনকে হাতেনাতে ধরে ফেলেছে বিদ্যুৎ বিভাগ।
শনিবার রাত সাড়ে ৯টায় দশমিনা সাব-জোনাল অফিসের বিদ্যুৎ লাইনম্যান গ্রেড-১ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালায়। তবে অভিযানের খবর টের পেয়ে ঘর মালিক পালিয়ে যান। অভিযানে নেতৃত্ব দেয়া লাইনম্যান গ্রেড-১ মোঃ শরিফুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এজিএম এর নির্দেশে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের রাজিয়া বেগম স্বামী-মৃত্যু জামাল হাওলাদারে ঘরে অভিযান চালানো হয়। এ সময় সার্ভিস লাইন থেকে বসত ঘরে নেয়া বিদ্যুৎতের তার জব্দ করা হয়।
এ ব্যাপারে রাজিয়া বেগমের ফোনে কল দিলেও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
দশমিনা পল্লী বিদ্যুৎতের এজিএম স্বপন পাল বলেন, তার বিরুদ্ধে পল্লী বিদ্যুৎতের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। আর এ অভিযান চলমান থাকবে।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৬:০৭ ● ৩৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ