কুয়াকাটায় পাউবোর জমিতে আবারো অবৈধ দখলের হিড়িক

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় পাউবোর জমিতে আবারো অবৈধ দখলের হিড়িক
শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২০


---

কুয়াকাটা সাগরকন্যা অফিস
সমুদ্রসৈকত কুয়াকাটায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের বাইরের স্থাপনা উচ্ছেদের জায়গা ফের দখল করে স্থাপনা তোলার কাজ শুরু করেছে। গত কয়েক দিন ধরে চলছে এমন স্থাপনা তোলার কাজ। আবার অগ্রিম জামানত তুলে ভাড়াটে দোকান বসানোর প্রক্রিয়া চলছে। ফলে একদিকে বেহাত হচ্ছে পাউবোর জায়গা। হাতিয়ে নেয়া হচ্ছে লাখ টাকা। যেন দখল জায়গায় স্থাপনা তুলে ব্যবসায় পরিণত হয়েছে। এভাবে ফ্রি-স্টাইলে দখলে শ্রীহীন হচ্ছে কুয়াকাটা পর্যটন এলাকা। কুয়াকাটা সৈকতের বেড়িবাঁধ চৌরাস্তা থেকে একটু পুর্বদিকে যেতেই বাঁধের ডানদিকে এসব স্থাপনা তোলার কাজ চলছে। দিনের বেলা এসব দখল চলছে।

অভিযুক্ত নুরু খাঁ জানান, আপাতত সীবিচ থেকে উচ্ছেদ হওয়া ছোট্ট দোকানদারদের কোনমতে দোকান করার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে। পরে তো আবার এরা উচ্ছেদ হবেই।

পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক জানান, ওই পোল্ডারের বাঁধের উন্নয়ন কাজ চলছে তাই স্লোপের জমি দখলের কোন সুযোগ নেই। প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৫:১০ ● ৫৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ