লালমোহনে বিএনপি-জামায়াত সমর্থিত বিডিপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

হোম পেজ » লিড নিউজ » লালমোহনে বিএনপি-জামায়াত সমর্থিত বিডিপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০
শনিবার ● ১০ জানুয়ারী ২০২৬


 

লালমোহনে বিএনপি-জামায়াত সমর্থিত বিডিপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, লালমোহন (ভোলা)

ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রমগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভোলা সদর হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, রাতে রায়চাঁদ বাজার এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীরা একত্রিত হলে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৯ জন হাসপাতালে ভর্তি হন, যাদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১৫:৩৩ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ