বরিশাল-১ আসনে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ

হোম পেজ » বরিশাল » বরিশাল-১ আসনে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬


 

বরিশাল-১ আসনে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন এবং স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উভয় প্রার্থীর মনোনয়নপত্রে কোনো ত্রুটি বা আপত্তি না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে সেগুলো অনুমোদন দেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রস্তাবক-সমর্থকের তথ্য, হলফনামাসহ জমা দেওয়া কাগজপত্র যাচাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মনোনয়ন বৈধ ঘোষণার খবরে বরিশাল-১ আসনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ধানের শীষের প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় তারা উজ্জীবিত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একাধিক শক্তিশালী প্রার্থীর অংশগ্রহণে আসন্ন নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমজমাট হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫২:০০ ● ৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ