
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ব্যতিক্রমী শোকসভা, দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ওয়াবদা হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক কোরআনের হাফেজ কোরআন খতম করেন।
জানা গেছে, গত ৩০ ডিসেম্বর ২০২৫ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত অনুষ্ঠানে আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি পরিতোষ কর্মকারের সভাপতিত্বে শোক ও স্মরণসভা এবং দোয় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন ভিপি, পৌর বিএনপির আহ্বায়ক মো. কবির ফকির, প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন টিপু।
দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন সিকদারের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক এইচ এম কাওসার মাদবর, সহ-সভাপতি ইকবাল আহমেদ তালুকদার, সাংবাদিক মো. রিপন মুন্সি, মো. ফখর উদ্দিন তহসিন ও এইচ এম রাসেল।
কোরআন খতম শেষে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. সাইফুল্লাহ। পরে এতিম ও কোরআনের হাফেজদের মাঝে তবারক বিতরণ করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথি মো. জালাল উদ্দিন ফকির গৃহবধূ থেকে দলের চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।