
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান এবং কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি। এছাড়া বক্তব্য দেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মিজানুর রহমান, প্রতিবন্ধী মিলি বেগম ও জব্বার মুন্সি।
আলোচনা সভা শেষে শারীরিক প্রতিবন্ধী, অসহায়, দুস্থ-হতদরিদ্র ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারসহ মোট ৪২ জনকে যাচাই-বাছাই শেষে এক লাখ ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাউছার হামিদ বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে সমাজসেবা বিভাগের সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে এবং এর পরিধি ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। উপযুক্ত সম্পদের সর্বোত্তম ব্যবহার ও অংশীদারিত্বের ভিত্তিতে সমন্বিত সামাজিক উন্নয়ন সাধনই সমাজসেবা বিভাগের মূল লক্ষ্য।