
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটায় জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠান ‘ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) আসর নামাজের পর কুয়াকাটাস্থ অপর একটি আবাসিক হোটেলের হলরুমে এই শোক সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ‘ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট’র চেয়ারম্যান, পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা হিসেবে স্মরণ করেন এবং বলেন, তিনি আলেম ওলামা ও ইসলামপন্থিদের প্রতি সদয় মনোভাব রাখতেন।
সভায় খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও গৌরবময় জীবন নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সভাপতি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, কুয়াকাটা পৌর বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন ঘরামী। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন সাগর সৈকত জামে মসজিদের ইমাম মুফতি মোস্তফা কামাল। মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়। এছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও পর্যটন খাতের কল্যাণের জন্য দোয়া করা হয়েছে।
অপরদিকে মহিপুর প্রেসক্লাব, লতাচাপলী ইউনিয়ন বিএনপি, মহিপুর ইউনিয়ন বিএনপি ও ধুলাসার ইউনিয়ন বিএনপি পৃথকভাবে শোক সভার আয়োজ সম্পন্ন করেছে। এ সময় মরহুমার জান্নাতুল ফেরদৌস কামনায় মহান রবের কাছে প্রার্থনা করা হয়।