গৌরনদীতে সেচ যন্ত্র হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে সেচ যন্ত্র হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন
মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫


 

গৌরনদীতে সেচ যন্ত্র হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বরিশালের বাস্তবায়নে গৌরনদীতে সেচ যন্ত্র হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার গৌরনদী সেচ ইউনিটের তত্ত্বাবধানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এটি বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহীম। বিএডিসি সেচ গৌরনদী ইউনিটের সহকারী প্রকৌশলী মোঃ শাহেদ আহম্মেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান।

গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহিরও অনুষ্ঠানে বক্তব্য দেন। ক্ষুদ্র ঋণ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সুবিধাভোগীদের মাঝে সেচ যন্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৩৮:০৮ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ