
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কলাপাড়ায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। আরও ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন এবং প্রচার সম্পাদক সাইদুর রহমান। এছাড়া বিএনপি নেতা রাইসুল ইসলাম বিশ্বাস টিপু ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন অংশ নেন।
এছাড়াও দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের গাজী মো. হারুন, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন সিকদার ও মো. জুয়েল সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন (অভি) এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি এম এ মাওলানা মাহমুদুল হক সাইফী। এতে সহযোগিতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন।
এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।