বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়াকাটায় শোক, দোয়া ও মোনাজাত

হোম পেজ » কুয়াকাটা » বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়াকাটায় শোক, দোয়া ও মোনাজাত
মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫


 

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়াকাটায় শোক, দোয়া ও মোনাজাত

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মতো পর্যটন নগরী কুয়াকাটাতেও নেমে এসেছে শোকের ছায়া। এ উপলক্ষে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) শোক পালন করেছে। একই সঙ্গে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কুয়াকাটার নির্জন পিকনিক স্পটে টোয়াকের উদ্যোগে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সোহেল মাহমুদ।

এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা। পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং পর্যটন খাতের কল্যাণ কামনা করা হয়।

টোয়াকের নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারিয়েছে।

তাঁরা মহান আল্লাহর দরবারে মরহুমার জান্নাতুল ফেরদৌস নসীবের কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৪৯ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ