অষ্টমবার স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ‘নির্বাচন পাগল’ সুধীর বিশ্বাস

হোম পেজ » পিরোজপুর » অষ্টমবার স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ‘নির্বাচন পাগল’ সুধীর বিশ্বাস
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫


 

সুধীর রঞ্জন বিশ্বাস।

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অষ্টমবারের মতো মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত ‘নির্বাচন পাগল’ সুধীর রঞ্জন বিশ্বাস।

তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের বাসিন্দা। তিন ছেলে ও এক মেয়ের জনক সুধীর বিশ্বাস দীর্ঘদিন ধরে ব্যতিক্রমী রাজনৈতিক অংশগ্রহণ ও ব্যক্তিগত বিশ্বাসের কারণে এলাকায় পরিচিত একটি নাম।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩২ বছর আগে তার স্ত্রী অঞ্জলী রানী বিশ্বাস ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। ওই ঘটনার কিছুদিন পরই তিনি মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুর পর থেকেই তার আত্মার সন্তুষ্টি, স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করে আসছেন সুধীর বিশ্বাস।

সুধীর বিশ্বাস বলেন, নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়। এটি তার কাছে একটি আবেগ ও দায়বদ্ধতার বিষয়। স্ত্রীর স্মৃতিকে জীবিত রাখতেই তিনি নিয়মিত নির্বাচনে অংশগ্রহণ করছেন। জয়-পরাজয় তার কাছে মুখ্য নয়, বরং অংশগ্রহণই তার মূল লক্ষ্য।

এলাকাবাসীর অনেকেই তাকে একজন ব্যতিক্রমী ও আবেগপ্রবণ মানুষ হিসেবে দেখেন। কেউ কেউ তার এই উদ্যোগকে ব্যক্তিগত বিশ্বাসের প্রতীক হিসেবে সম্মান জানালেও, কেউ এটিকে ভিন্নধর্মী রাজনৈতিক অংশগ্রহণ বলে মনে করেন।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মঠবাড়িয়া আসনে ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে সুধীর বিশ্বাসের অষ্টমবারের মনোনয়ন জমা দেওয়া নতুন করে এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৫৪ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ