পিরোজপুরের কাউখালীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

হোম পেজ » লিড নিউজ » পিরোজপুরের কাউখালীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫


 

পিরোজপুরের কাউখালীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সয়না রঘুনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির হোসেন ওরফে সাগর সিকদার।

পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার ধাবড়ী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এরপর রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৮ মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদের ঈদ শুভেচ্ছা পোস্টার শিয়ালকাঠি ইউনিয়নের বিভিন্ন স্থানে লাগানো হচ্ছিল। এরপর ফেরার পথে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে রাত সাড়ে ৮টার দিকে দেশীয় অস্ত্র ও বোমা নিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাব্বির হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি আরও জানান, রবিবার (২৮ ডিসেম্বর) তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪১:৪১ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ