
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির এম জহির উদ্দিন স্বপন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন মুসলিম সম্প্রদায়ের প্রবীণ ক্বারী আব্দুল আজিজ, হিন্দু সম্প্রদায়ের প্রবীণ মনোজ কুমার গোমস্তাসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে স্বপন বলেন, আমাদের সকল নেতাকর্মীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিচ্ছি। আইন ও নিয়মের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব। জনগণের আস্থা ও ভোটের মাধ্যমে বিজয় অর্জনই লক্ষ্য।
তিনি আরও বলেন, কোনো নেতাকর্মী আচরণবিধি লঙ্ঘন করলে দলের পরিচয় বা ব্যক্তিগত পরিচয় বিবেচনা করা হবে না, প্রয়োজন হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মনোনয়নপত্র জমা শেষে গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।