নষ্ট হচ্ছে হাসপাতালের যন্ত্রপাতি গৌরনদীতে চিকিৎসক সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা

হোম পেজ » বিশেষ প্রতিবেদন » নষ্ট হচ্ছে হাসপাতালের যন্ত্রপাতি গৌরনদীতে চিকিৎসক সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা
সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫


 

গৌরনদীতে চিকিৎসক সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা, নষ্ট হচ্ছে হাসপাতালের যন্ত্রপাতি

মোঃ মেহেদী হাসান, সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশাল জেলার উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে তীব্র চিকিৎসক সংকট চলছে। এতে গৌরনদীসহ আশপাশের কয়েকটি উপজেলার প্রায় দুই লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের পাশেই অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি গৌরনদী উপজেলার পাশাপাশি উজিরপুর, বাবুগঞ্জ, মুলাদী, আগৈলঝাড়া, কালকিনি ও ডাসার উপজেলার রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র। প্রতিদিন শত শত রোগী জরুরি ও সাধারণ চিকিৎসাসেবার জন্য এখানে ভিড় করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে কনসালটেন্টের ১০টি, মেডিক্যাল অফিসারের ১৬টি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার একটি পদ রয়েছে। এর মধ্যে কনসালটেন্ট ও ডেন্টাল সার্জনের পদ দীর্ঘদিন ধরে শূন্য। ১৬টি মেডিক্যাল অফিসার পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১১ জন। এই স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়েই বিপুলসংখ্যক রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগ, ভৌগোলিকভাবে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আশপাশের ছয়টি উপজেলার কেন্দ্রস্থলে হওয়ায় এখানে সব সময় রোগীর চাপ বেশি থাকে। প্রতিদিন পার্শ্ববর্তী মুলাদী, কালকিনি, ডাসার, আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার একাংশের রোগীরা হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসা নিতে আসেন। কিন্তু চিকিৎসক স্বল্পতার কারণে প্রয়োজনীয় সেবা দিতে পারছে না কর্তৃপক্ষ।

দুর্ঘটনাপ্রবণ ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটায় জরুরি বিভাগে রোগীর চাপ আরও বেড়ে যায়। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় দুর্ঘটনায় আহত বা জটিল রোগে আক্রান্ত অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। এতে অনেক সময় বরিশাল পৌঁছানোর আগেই রোগীর মৃত্যু ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

চিকিৎসক সংকটের পাশাপাশি নষ্ট হচ্ছে হাসপাতালের দামী যন্ত্রপাতি। দীর্ঘদিন ধরে ডেন্টাল সার্জন না থাকায় ডেন্টাল ইউনিটের মূল্যবান যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। একইভাবে হাসপাতালের আল্ট্রাসনোগ্রাম মেশিন দীর্ঘদিন বিকল অবস্থায় ছিল। তবে সেটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এছাড়া এক বছরেরও বেশি সময় ধরে কোনো অপারেশন না হওয়ায় অপারেশন থিয়েটারের যন্ত্রপাতিও অচল অবস্থায় রয়েছে।

চিকিৎসক সংকটের বিষয়টি স্বীকার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তৌকির আহমেদ বলেন, আমরা স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়েই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করছি। চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, দেশে সামগ্রিকভাবে চিকিৎসক সংকট রয়েছে, এর মধ্যে বরিশাল বিভাগে সংকট তুলনামূলক বেশি। এ কারণে সরকার দ্রুত বিসিএস পরীক্ষা সম্পন্ন করেছে। সেখান থেকে ভালো সংখ্যক চিকিৎসক বরিশাল বিভাগে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নষ্ট যন্ত্রপাতি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৪৮ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ