সর্বশেষ
বাগেরহাটে বড়দিন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চয়তা পটুয়াখালীর মহিপুরে আ.লীগ নেতার পক্ষে স্বেচ্ছাসেবক নেতার ওপর হামলা যুবদল নেতার! নেছারাবাদে ছারছীনা দরবার শরীফ কোরআন-সুন্নাহর আলোকে জীবনে শান্তির নিশ্চয়তা নির্বাচনে প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াত নেতা বুলবুলের এসপিকে দেওয়া মুচলেকাও উপেক্ষিত বরগুনায় ভূমি দস্যুরা কৃষকের ধান কেটে নিয়েছে কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে মহান বিজয় দিবসের আলোচনা সভা বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে কলাপাড়ায় কৃষি বিভাগের ব্যতিক্রমী আয়োজন গৌরনদীতে পাসপোর্ট করতে গিয়ে নিখোঁজের দুইদিনেও সন্ধান মেলেনি যুবকের

পটুয়াখালীর মহিপুরে আ.লীগ নেতার পক্ষে স্বেচ্ছাসেবক নেতার ওপর হামলা যুবদল নেতার!

হোম পেজ » লিড নিউজ » পটুয়াখালীর মহিপুরে আ.লীগ নেতার পক্ষে স্বেচ্ছাসেবক নেতার ওপর হামলা যুবদল নেতার!
বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫


 

পটুয়াখালীর মহিপুরে আ.লীগ নেতার পক্ষে স্বেচ্ছাসেবক নেতার ওপর হামলা যুবদল নেতার!

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত সাইফুল খলিফা (৩৫) মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের দেলোয়ার খলিফার ছেলে এবং ধুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

আহত সাইফুল জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়ার সঙ্গে তার টাকা লেনদেন রয়েছে। টাকা চাইতে গেলে বাদশা মিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ূন কবিরসহ সিদ্দিক, অলিউল্লাহ ও আরও ৫-৭ জনকে ডেকে এনে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। গলায় তিনটি, চোখের নিচে চারটি ও রানে চারটি সেলাই দিতে হয়েছে।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ূন কবির বলেন, বাদশার কাছে এক লাখ টাকা চাওয়ার বিষয় নিয়ে সাইফুল তার কাছে অভিযোগ করেন। উত্তেজিত হয়ে স্থানীয়দের সঙ্গে হাতাহাতি হয় এবং একপর্যায়ে তিনি পড়ে গিয়ে আঘাত পান। কেউ কুপিয়ে জখম করেনি বলেও দাবি করেন তিনি।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান বলেন, ঘটনাটি জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৫:১৫ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ