বরগুনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

হোম পেজ » বরগুনা » বরগুনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫


 

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসের শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বরগুনার গণকবরে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সূর্যোদয়ের আগে কালেক্টর ভবনের সামনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী কমিশনাররা।

এরপর বরগুনা পুলিশ সুপার কুদরত-ই-খুদা ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিএনপি, যুবদল ও ছাত্রদল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে বরগুনা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। এ সময় পুলিশ সুপারসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সরকারি ও আধা-সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন, জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা প্রদান।

এ ছাড়া শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শান্তি ও সমৃদ্ধি কামনায় জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

বিজয় দিবস উপলক্ষে বরগুনা স্টেডিয়ামে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে জেলা প্রশাসন একাদশ ও বীর মুক্তিযোদ্ধা একাদশ। শিশুদের জন্য আয়োজন করা হয় মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা। পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ১৫:১৯:০৮ ● ৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ