মঠবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫


মঠবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর) 

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ গাউস মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার, কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মোঃ আব্দুল জলিল শরীফ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, উপজেলা প্রকৌশলী জিয়ারুল ইসলাম এবং মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন।
আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরজে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৩:১৯ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ