কলাপাড়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগ নেতাসহ তিনজন গ্রেফতার

হোম পেজ » লিড নিউজ » কলাপাড়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগ নেতাসহ তিনজন গ্রেফতার
রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫


 

কলাপাড়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগ নেতাসহ তিনজন গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তিন জনকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কলাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মাহাবুবুর আলম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আবু সালেহ এবং সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফজলুল করিম ফকির।

কলাপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তিনজনকেই আদালতে প্রেরণ করা হয়েছে। কলাপাড়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম তাদের গ্রেফতার এবং আদালতে প্রেরণের কথা স্বীকার করে বলেন, বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:১৫ ● ৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ