কলাপাড়ায় মৎস্য সম্পদ উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় মৎস্য সম্পদ উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত
রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫


 

কলাপাড়ায় মৎস্য সম্পদ উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়া উপজেলায় মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে মৎস্যজীবী নেটওয়ার্ক ও ফেডারেশনের উদ্যোগে উপজেলা মৎস্য অধিদপ্তরের সঙ্গে একটি বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর সহযোগিতায় ফিশনেট প্রকল্পের আওতায় রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় সভার আয়োজন করা হয়।

সভায় জেলে নিবন্ধন, মৎস্যজীবী সমবায় সমিতি গঠন এবং সচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। তিনি বলেন, হালনাগাদ জেলে তালিকা গত বছর তৈরি হলেও বিভিন্ন কারণে প্রকাশ করা যায়নি। নির্বাচন শেষ হওয়ার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এবং যারা এখনো নিবন্ধন করাননি, তাদের আবেদন গ্রহণ করা হবে।

কলাপাড়া উপজেলা সমবায় অফিসার মোঃ আব্বাস আলী সমবায় সমিতি গঠনের প্রক্রিয়া তুলে ধরেন। তিনি বলেন, শুধুমাত্র মৎস্যজীবী কার্ডধারীরাই সমিতি গঠন করতে পারবেন। সাধারণ সদস্যের ন্যূনতম বয়স ১৮ বছর এবং কমিটির সদস্যের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। অন্তত ২০ জন সদস্য নিয়ে সমিতি গঠন করতে হবে এবং ইউপি চেয়ারম্যানের প্রত্যয়ন আবশ্যক।

সভায় পটগানের মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রম নিয়েও আলোচনা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জানান, নির্বাচনী তফসিল ঘোষণার কারণে জনসমাগমে বিধিনিষেধ রয়েছে। তাই বড় কর্মসূচি নির্বাচন শেষে গ্রহণ করা হবে।

সভায় ফিশনেট প্রকল্প ও উত্তরণের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ শাহাজাহান (টেকনিক্যাল অফিসার, লাইভলিহুড), আবু এমরান (এরিয়া ম্যানেজার, ফিশনেট প্রকল্প, উত্তরণ, কলাপাড়া)। এছাড়া মৎস্যজীবী নেটওয়ার্ক ও ফেডারেশনের প্রতিনিধিরাও অংশ নেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন মোঃ মিজানুর রহমান, অ্যাডভোকেসি অফিসার, ফিশনেট প্রকল্প, উত্তরণ।

বাংলাদেশ সময়: ১৯:২২:৫১ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ