বাণিজ্য বাড়াতে সোনামসজিদ বন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ী নেতাদের যৌথ সভা

হোম পেজ » রাজশাহী » বাণিজ্য বাড়াতে সোনামসজিদ বন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ী নেতাদের যৌথ সভা
রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫


 

বাণিজ্য বাড়াতে সোনামসজিদ বন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ী নেতাদের যৌথ সভা

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভারতের মহদিপুর স্থলবন্দরের বাণিজ্য সম্প্রসারণ এবং বিদ্যমান সমস্যার সমাধানে করণীয় নির্ধারণে যৌথ সভা করেছেন বাংলাদেশ ও ভারতের আমদানি-রফতানিকারকেরা।

রবিবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের উদ্যোগে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এ যৌথ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে দুই দেশের ব্যবসায়ী নেতারা সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেসব পণ্যের আদান-প্রদান বর্তমানে বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় চালুর দাবি জানান।

বাংলাদেশি ব্যবসায়ীরা বিশেষ করে ফল ও মসলা জাতীয় পণ্যের আমদানি পুনরায় শুরুর দাবি তোলেন। একই সঙ্গে ভারতের অংশে সরু সড়ক প্রশস্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ভারতীয় ব্যবসায়ীরা বলেন, গাড়ির সংখ্যা বাড়লেও রাজস্ব আদায় প্রত্যাশিত হারে বাড়ছে না। একসময় মসলা জাতীয় পণ্যের আমদানি-রফতানি উল্লেখযোগ্য ছিল, যা বর্তমানে অনেকটাই কমে গেছে। এসব পণ্যের আদান-প্রদান বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

সেমিনারে সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত দুরুলের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, দপ্তর সম্পাদক এসবি মাসুম বিল্লাহ, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্যসচিব রুহুল আমিন, মহদিপুর রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি জগন্নাথ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় ঘোষ, মহদিপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস কুন্ডু ও সাবেক সাধারণ সম্পাদক ভূপ্রতি মন্ডল।

এছাড়াও দুই দেশের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা সেমিনারে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৫৩ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ